বাংলাদেশ কৃষক লীগ সহসভাপতি, ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়া। আর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

বুধবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। গোপালপুর বাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, পানাইল নিচুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, পানাইল কিত্তুনিয়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, পবনবেগ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

আরিফুর রহমান দোলন বলেন, ‘এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।’

ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে সব ধর্মের সমান অধিকার। শেখ হাসিনার সরকার সব ধর্মের অধিকার সংবিধানে নিশ্চিত করেছে। শেখ হাসিনা চান দেশে সব ধর্মের মানুষ শান্তিতে থাকুক। তিনি সর্বদা মানবতার জয় হোক এটাই কামনা করেন।’

দোলন বলেন, ‘আপনারা দেখছেন যে, মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায় তাদের মধ্যে মুসলিম আছে, হিন্দুও আছে। তাদের ওপর সে দেশের সরকার অত্যাচার নির্যাতন করছে। শেখ হাসিনা কিন্তু তাদের মধ্যে মুসলিম দেখছেন না, হিন্দুও দেখছেন না। তিনি মানবতার জন্যে কাজ করছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে যিনি মানুষকে ভালোবাসতে জানেন তিনি সব সম্প্রদায়ের মানুষকেই ভালোবাসতে পারেন।’

কৃষক লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে সবসময় ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করে। সেই হিসেবে আওয়ামী লীগের আমলেই এদেশের হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারছে।’

এসময় ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, বিউটি বেগম, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য শেখ শওকত হোসেন, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী কাউছার টিটোসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)