নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্য গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। তিনি বলেছেন, ‘কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে পারে, ঐক্য যেন আরও বেশি করে প্রতিষ্ঠিত করা যায় সেটি হবে আমাদের লক্ষ্য। ঐক্যই হবে আমাদের মূল লক্ষ্য, বিভেদ নয়।’

রবিবার রাত সাড়ে সাতটার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরিদপুর জেলা কৃষকলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিতে আলফাডাঙ্গার কৃতি সন্তান ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদকে যুগ্ম-আহবায়ক (সদস্য সচিব) মনোনীত করায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক দোলন বলেন, ‘আমরা এই অঞ্চলের উন্নয়ন এবং উন্নতি আরও বেশি করে চাই। সেজন্য শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুক এটি আমি মনে করি। আমাদের প্রত্যেকের লক্ষ্য তাই হওয়া উচিৎ।’

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দোলন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আলফাডাঙ্গাকে ভালোবাসেন তার প্রমাণ আমরা অতীতে পেয়েছি, এখন আরও বেশি পাচ্ছি। আজকে কৃষকলীগের যে কমিটি হলো, এই প্রথম এই অঞ্চলের কোনো নেতা ফরিদপুরের জেলা পর্যায়ে সাধারণ সম্পাদকের মত দায়িত্ব পেলেন। এই প্রথম। অতীতে আর কেউ পায় নাই। ফরিদপুরে গিয়ে আলফাডাঙ্গার কোনো সন্তান নেতৃত্ব দেবে এটি অতীতে ছিল না। তাহলে আপনারা বুঝে নেন শেখ হাসিনা যে আপনাদেরকে গুরুত্ব দিচ্ছেন, মূল্যায়ন করছেন এটি কি বুঝতে আর বাকি আছে?’

কৃষকলীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘কৃষকলীগ আওয়ামী লীগের সব চাইতে মর্যাদাপূর্ণ সহযোগী সংগঠন। সেই সংগঠনে কেন্দ্রীয় পর্যায়ে আলফাডাঙ্গার তিনজন নেতা আছেন। এরপর আবার জেলা পর্যায়ের কমিটিতেও আলফাডাঙ্গার কাউকে নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়া হলো। আমি মনে করি, এই মর্যাদা আপনাদের, এই মর্যাদা আলফাডাঙ্গাবাসীর।’

ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘আলফাডাঙ্গার একজন সন্তান ফরিদপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। আমি মনে করি, আমাদেরও এই মর্যাদার প্রতিউত্তর দিতে হবে। কৃষকলীগ, আওয়ামী লীগকে সংগঠিত করতে হবে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে পারে, ঐক্য যেন আরও বেশি করে প্রতিষ্ঠিত করা যায় সেটি আমাদের লক্ষ্য।’

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও নবগঠিত ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক (সদস্য সচিব) শেখ শহীদুল ইসলাম শহীদ, কেন্দ্রীয় কৃষকলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ শওকত হোসেন প্রমুখ।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এমআর